হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির পাশে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ককটেলটি রাহেনুল হকের পাশের বাড়ির টিনের চালায় গিয়ে পড়েছে। রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের বাড়ি চারঘাট উপজেলা সদরে। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের বাড়ির দেয়ালের পাশে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়ির টিনের চালায় ককটেলটি গিয়ে পড়ে। এ সময় বিকট শব্দে ককটেলটির বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মমতাজ জাহান জুঁই নামের এক নারী অসুস্থ হয়ে পড়েন। ছয় মাসের অন্তঃসত্ত্বা এই নারী পাশের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া। 

মমতাজ জাহানের স্বামী শিমুল সরকার বলেন, ‘আমাদের ঠিক জানালার পাশেই আবুল কালাম আজাদের বাড়ির টিনের চালায় ককটেলটির বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর থেকে আমার স্ত্রী ও সন্তান কানে ঠিকমতো শুনতে পাচ্ছে না। তাদের চিকিৎসা করানো হয়েছে। 

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক বলেন, ‘আমাকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য ভয়ভীতি দেখাতে কেউ আমার বাড়ি লক্ষ্য করে ককটেল মেরেছে। তবে ককটেলটি পাশের বাড়িতে পড়েছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার পরিবারের লোকজন ভীষণ ভয় পেয়েছে।’ এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। 

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়েছেন। পুলিশ সেখানে গিয়ে আলামত সংগ্রহ করছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার