Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

৩৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় বসেছেন আছিয়া বিবি

বাগমারা প্রতিনিধি

৩৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় বসেছেন আছিয়া বিবি

৩৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় বসেছেন আছিয়া বিবি। এবারই প্রথম বোর্ড পরীক্ষায় বসেছেন তিনি। বাল্যবিবাহের শিকার হয়ে থেমে যায় লেখাপড়া। কিন্তু লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ও ইচ্ছার জোরেই আবার পরীক্ষাকেন্দ্রে তিনি। 

আজ সোমবার সকালে চানপাড়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১০৫ নম্বর কক্ষে ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করেন ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের শিক্ষার্থী আছিয়া বিবি।

ইউপি সদস্য আছিয়া বিবির বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার কোয়ালীপাড়া গ্রামে। তিনি যোগীপাড়া ইউপির সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য। বিয়ের আগে ভটখালী বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করেছেন সপ্তম শ্রেণি পর্যন্ত। পরে ওই প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে। 

আছিয়া বেগম জানান, তাঁর বিয়ে হয় প্রায় ২০ বছর আগে। বাল্যবিবাহের শিকারে বন্ধ হয়ে যায় তাঁর লেখাপড়া। তবে তাঁর ইচ্ছা বন্ধ হয়নি। বিয়ের ২০ বছর পর অষ্টম শ্রেণি পাস না করেই ভর্তি হন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজে। গত বছর দিয়েছেন নবম শ্রেণির ফাইনাল। এবার দিচ্ছেন দশম শ্রেণির ফাইনাল। নিজের ইচ্ছাপূরণে ৩৫ বছর বয়সে বসেছেন এসএসসি পরীক্ষায়। 

তিনি আরও জানান, সংসারে তাঁর এক মেয়ে। এরই মধ্যে মেয়ের বিয়েও দিয়েছেন। নির্বাচন করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নির্বাচিত হয়েছেন। 

এ বিষয়ে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী বলেন, ‘আমাদের কেন্দ্রে ভালোভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্দিষ্ট সময়ে কেন্দ্রে এসে পরীক্ষা দিচ্ছে সবাই। ইউপি সদস্য হওয়ার কারণে নিয়মিত ক্লাসে না এলেও নিয়মিত পরীক্ষা দিচ্ছেন আছিয়া।’ 

পরীক্ষা শেষে আছিয়া বিবির সঙ্গে কথা হয় প্রতিবেদকের। এ সময় বলেন, ‘আমি ভালোভাবেই পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার আগে থেকে ভালোভাবে লেখাপড়া করেছি। অষ্টম শ্রেণিতে না পড়ার কারণে একটু বেশি সময় দিতে হয়েছে এবারের পরীক্ষায়।’

আছিয়া বিবি আরও বলেন, ‘আগে থেকেই লেখাপড়ার আগ্রহের কারণে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছি। শিক্ষিত লোকজনের মূল্য সবখানে। তাই দীর্ঘ সময় পর লেখাপড়া শুরু করেছি। এসএসসি পাস করতে পারলে লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।’ 

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত