Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নাচোলে ২ শিক্ষার্থী হত্যা মামলায় আসামি ১৮, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নাচোলে ২ শিক্ষার্থী হত্যা মামলায় আসামি ১৮, গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নিহত মাসুদ রানা ও রায়হান। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ জনের নামে ও অজ্ঞাত আরও আটজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গ্রেপ্তার ও মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

ওসি মনিরুল বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে ও নাচোল উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মাসুদ রানা (২৩) ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী (১৩)। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

ওসি আরও জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। মামলার পর মল্লিকপুরের আজিজুল হক ও মো. তাসিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মঙ্গলবার রাতেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মনিরুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহীন আলীর মধ্যে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা যান মাসুদ ও রায়হান।

মশায় অতিষ্ঠ নগরবাসী

দুর্গাপুরে ২৪ ঘণ্টায় ৮ জনের আত্মহত্যার চেষ্টা, দুজনের মৃত্যু

মধ্যরাতে ‘রহস্যজনকভাবে’ নারী ছুরিকাহত

রাজশাহীতে ভ্যানের জন্য চালককে খুন, গ্রেপ্তার ৪

ইউএনও অফিসের কর্মকর্তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে পূর্ণিমা ধর্ষণ মামলা, সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিতে মানববন্ধন

সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

যুবদল নেতা হত্যা: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না