হোম > সারা দেশ > নওগাঁ

বড়দিনকে ঘিরে মান্দার কালিসফা পল্লিতে উৎসবের আমেজ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশুখ্রিষ্টের জন্মতিথি শুভ বড়দিন উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার কালিসফা পল্লিতে বিভিন্ন রঙের কাগজ দিয়ে চলছে গির্জা সাজানোর কাজ। এরই মধ্যে গির্জার ভেতরে সাজানোর কাজ শেষ হয়েছে। গির্জার বাইরে সাজানোর পর করা হবে আলোকসজ্জার কাজ। একই সঙ্গে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠানের প্রস্তুতি। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিসফা পল্লিতে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। বড়দিনকে ঘিরে পল্লিজুড়ে চলছে উৎসবের আমেজ। 

গ্রামের যুবক দেবাশীষ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে ফাদারের নির্দেশে গির্জা সাজানোর কাজ করছি। পল্লির কয়েকজন কিশোর এ কাজে আমাকে সহায়তা করছে। গির্জা সাজানোর পর আলোকসজ্জা করা হবে। বড়দিনে আমরা নাচ-গান করব। যিশুর নামকীর্তন হবে। বছরের এই দিনটির জন্য পল্লির সব বয়সের লোকজন অপেক্ষায় থাকে।’ 

কালিসফা আদিবাসী পল্লির গ্রামপ্রধান সুরেশ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে গির্জার ফাদারের নেতৃত্বে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল শনিবার বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর প্রীতিভোজের আয়োজন রয়েছে।’ 

সুরেশ পাহান আরও বলেন, ‘অতীতে অনুষ্ঠান করতে কোনো সমস্যা হয়নি। আশা করছি এবারও হবে না। করোনার কারণে গত বছরের অনুষ্ঠান অনেকটা ছোট করে করা হয়েছিল।’ 

কালিসফা গির্জার ফাদার হারুন হেমব্রম জানান, এ অঞ্চলের কৃষ্টি-কালচারের ওপর ভিত্তি করে গির্জার ভেতরে খড় দিয়ে প্রতীকী গোশালা প্রস্তুত করা হয়েছে। আজ শুক্রবার রাত ৯টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান শুরু হবে। এরপর প্রার্থনা, গান, পবিত্র বাইবেল পাঠ, পবিত্র খ্রিষ্টজাগ ও যিশুর নামকীর্তন হবে। 

হারুন হেমব্রম আরও বলেন, ‘আগামীকাল শনিবার সকালে একইভাবে মোমবাতি প্রজ্বালনসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পালন করা হবে যিশুখ্রিষ্টের জন্মদিন।’ 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘বড়দিনের অনুষ্ঠানে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে কালিসফা পল্লিতে পুলিশ মোতায়েন থাকবে।’ 

উল্লেখ্য, মান্দা উপজেলার কালিসফাসহ চোয়াপুর, কবুলপুর, জয়বাংলা ও কুসুম্বা গির্জায় বড়দিনের উৎসব পালন করা হবে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি