হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে জনপ্রিয়তা পেয়েছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বসত বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা ব্যবহার করে সবজি ও পুষ্টির চাহিদা পূরণে বগুড়ার শিবগঞ্জে গড়ে উঠেছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকায় বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম নামের এই প্রকল্প। যা ইতিমধ্যেই কৃষকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

কৃষি অফিস জানিয়েছে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এই পুষ্টি-প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ওই এলাকার ৫০ জন কৃষক পরিবারকে এ সুযোগ প্রদান করা হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে পরিসর। 

পুষ্টি-প্রযুক্তি গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে সরবরাহ করা হয়েছে একটি করে বল সুন্দরী জাতের কূলের চারা, আম্রপালি জাতের আমের চারা এবং দুটি করে প্লাস্টিক নেটের বেড়া। 

পুষ্টি গ্রাম প্রকল্পের সুবিধাভোগী রহবল পশ্চিম পাড়া এলাকার সানাউল ইসলাম জানান, কৃষি অফিসের নিবিড় তত্ত্বাবধানে তাঁদের পরিত্যক্ত জমিতে আম ও কূল গাছসহ বেশ কয়েক প্রকার সবজির চাষ হচ্ছে। 

একই এলাকার সাইফুল ও জাহাঙ্গীর আলম জানান, আমরা বাড়ির পরিত্যক্ত জায়গায় পেঁপে, আদা, হলুদ, ওল কচু, শজনে, কচুশাক, মাছ আলু, তাল আলু সহ বেশ কয়েক প্রকারের সবজি চাষ করছি। আমাদের দেখে এলাকার অনেকেই এখন পরিত্যক্ত জমিতে এসব চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। 

এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে জানান, দিন দিন মানুষের সংখ্যা বাড়লেও কমছে জমির পরিমাণ। বসতবাড়ির আশপাশে স্বল্পপরিসরে জমি পতিত থাকে। এ সব পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পারিবারিক সবজি-পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি বিভাগ এ প্রকল্প হাতে নিয়েছে। 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার