Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারার ইউএনও করোনায় আক্রান্ত

প্রতিনিধি

বাগমারার ইউএনও করোনায় আক্রান্ত

বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ তাঁর শিশু সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে ইউএনও এবং উপজেলা ভূমি কার্যালয়ের ছয় কর্মকর্তা ও কর্মচারীর শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ইউএনও কার্যালয়ের সুইপার হরেন চন্দ্র, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলাম বাচ্চু, ভূমি কার্যালয়ের কানুনগো রেজাউল করিম, জমা সহকারী জিয়াউর রহমান ও পিয়ন আব্দুল হান্নান।

সরকারি মেডিকেল টিম গতকাল বৃহস্পতিবার আটজনের নমুনা সংগ্রহ করে। পরে তাঁদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ইউএনও কার্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। শহিদুল নিজেও করোনা পজিটিভ হয়েছেন।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে আক্রান্তদের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। সরকারি মেডিকেল টিমকে খবর দেওয়া হলে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়। ইউএনও শরিফসহ করোনা আক্রান্ত আটজন বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তালেব হোসেন আক্রান্তদের চিকিৎসা ও করোনা থেকে সেরে ওঠার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

ডা. তালেব বলেন, ‘আক্রান্তদের আমরা হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসাসহ সার্বিক দেখাশোনা করছি।’

করোনা আক্রান্ত শহিদুল বলেন, ‘পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসার সঙ্গে সঙ্গে আমরা অফিস করা বন্ধ করে দিয়েছি। জরুরি কাজগুলো হোম কোয়ারেন্টিনে থেকে অনলাইনের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের করোনা মুক্তির জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে বাগমারাবাসীর সেবায় আবারও মনোনিবেশ করতে পারি।’

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা, পুলিশসহ আহত ৫

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের