নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া থেকে বন্দুক, তুর্কি শটগান, রাইফেলসহ ১২২ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়ামের সামনে থেকে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার সাইফুর রহমান।
এ সময় পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গতকাল দিবাগত রাত পৌনে ৩টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া চর থেকে বিলমাড়িয়া স্টেডিয়ামের দিকে একটি মোটরসাইকেল আসছিল। এ সময় পুলিশের চেকপোস্ট মোটরসাইকেলকে সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা তিনজন একটি আরটিআর এপাচি ৪ভি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি জব্দ করে। জব্দ করা অস্ত্রের মধ্যে ২টি একনলা বন্দুক, ১টি রাইফেল, ১টি তুর্কি শটগান এবং ১২২ রাউন্ড গুলি ছিল।
পুলিশ সুপার আরও বলেন, এ বিষয়ে লালপুর থানায় মামলা হয়েছে। কারা নিয়ে এসেছে এসব অস্ত্র তা পুলিশ তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম, শরিফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব প্রমুখ।