Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মান্দায় চার্জারভ্যানসহ কিশোর চালক নিখোঁজ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

মান্দায় চার্জারভ্যানসহ কিশোর চালক নিখোঁজ

নওগাঁর মান্দায় চার্জার ভ্যানসহ এক কিশোর চালক তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় গতকাল সোমবার রাতে মান্দা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ কিশোরের নাম শারিকুল ইসলাম (১৪)। সে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সুলতান আলীর ছেলে।

বাবা সুলতান আলী বলেন, ‘চার্জার ভ্যান চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করি। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় আমি ভ্যান নিয়ে বের হতে পারিনি। এই অবস্থা দেখে ছেলে ভাড়া মারার উদ্দেশে রোববার সকালে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।’

উপজেলার দেলুয়াবাড়ি বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রোববার সকাল থেকে ভ্যানচালক শারিকুল ইসলামকে দেলুয়াবাড়ি বাসস্ট্যাড এলাকায় যাত্রী বহন করতে দেখা গেছে। বিকেলের পর থেকে বাসস্ট্যাড এলাকায় তাঁকে আর দেখা যায়নি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ