হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আজিজ কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ। ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে আব্দুল আজিজকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন।

এ সময় মামলার মূল নথিপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সময়ে জামিনের শুনানির জন্য দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. ওবায়দুল হক রুমি। এই আদালতের জিআরও শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে মামলা করেন।

এই মামলায় গতকাল সোমবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। আজ আব্দুল আজিজকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এমপির আশীর্বাদে বিপুল অর্থবিত্তের মালিক তাঁরা

ছুটির দিনে স্কুলের প্রাচীর ভাঙলেন বিএনপি নেতা

নাটোরে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার, ছাত্রদল নেতাসহ ২ জন কারাগারে

রাবি ছাত্রীর পোশাক নিয়ে কটূক্তি ও মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

নওগাঁ মেডিকেল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

তানোরে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত: হত্যা মামলায় সাবেক মেয়র মিজান হুকুমের আসামি

বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার

রাজশাহীতে সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু, বিএনপির ৬ নেতা কর্মীর নামে মামলা

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাবিতে পোশাক নিয়ে কটূক্তি ও মারধরকারীদের গ্রেপ্তার দাবি