Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মাছ চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর ১০ জনকে পুলিশে সোপর্দ 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

মাছ চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর ১০ জনকে পুলিশে সোপর্দ 

রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে মাছ চুরির সময় ১০ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে জানা গেছে। 

এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে আরও আটজন পালিয়ে যান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার বশকইল গ্রামের শুকুর, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের সম্পদ চন্দ্র দাস, অর্জুন, বগুড়া শিবগঞ্জের বিলহামলা গ্রামের খাইরুল ইসলাম, শাহাদাত, বুড়িগঞ্জ গ্রামের সুমন ও সুপদ। 

ধরমপুর গ্রামের বাসিন্দা ও মৎস্যচাষি মো. রাজীব বলেন, ‘এক সপ্তাহ আগেও আমার পুকুর থেকে প্রায় ৭ লাখ টাকার মাছ চুরি হয়েছে। তারা আমাকে একেবারে নিঃস্ব করে ফেলছে। প্রায়ই বিভিন্ন এলাকায় মাছ চুরির সংবাদ পাই। বিভিন্ন জেলা থেকে আসা চোর সিন্ডিকেট এই অঞ্চলে মাছ চুরি করে আসছিল।’ 

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এই চোর সিন্ডিকেটের ১৮ জন সদস্য বিলে নামে। এমন সময় এলাকাবাসীর হাতে ১০ জন আটক হলেও অন্য আরও ৮ জন পালিয়ে যান। 

দুর্গাপুর থানার এসআই মাহফুজ আলম জানান, গভীর রাতে বিভিন্ন জেলা থেকে আসা চোর চক্রটির সদস্যরা ধরমপুর গ্রামের বিলে কয়েকটি পুকুর থেকে মাছ চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারদিকে থেকে তাঁদের ঘিরে ফেলেন। পরে পুলিশে খবর দিলে তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাঁরা আন্তজেলা মাছ চোর চক্রের সদস্য বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ