নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলার আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে মফিজ উদ্দিন নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষ্ণপুর এলাকায় আত্রাই নদীর তলদেশ থেকে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু তুলছিলেন মফিজ উদ্দিন। আজ দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
আজিজুল কবির বলেন আরও বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী ইজারা না নিয়ে অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’