হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁর জগদ্দল বিহারে আবার খননকাজ শুরু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে জগদ্দল মহাবিহারের খননকাজ আবার শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগদ্দল এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিহারের চতুর্থ পর্যায়ের খননকাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. শহিদুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রমুখ। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র জানায়, জগদ্দল মহাবিহারে প্রথম খননকাজ শুরু হয় ১৯৯৬ সালে। মাঝে কিছুদিন বন্ধ থাকে। দ্বিতীয়বার ২০১২ সালের ১ ডিসেম্বর আবার শুরু হয় খননকাজ। এরপর তৃতীয় পর্যায়ে খনন শুরু হয় ২০১৩ সালে, চলে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত। এ সময় খনন করতে গিয়ে ছোট ছোট ব্রোঞ্জের বুদ্ধমূর্তি, কালো পাথরের একটি মূর্তি, পোড়ামাটির গুটিকা, পোড়ামাটির বল, প্রদীপ, অলংকৃত ইট, পাথর, পাথরের গুটিকাসহ প্রচুর লোহার পেরেক ও কাঁটা পাওয়া যায়। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক মোছা. নাহিদ সুলতানা বলেন, প্রাথমিক অবস্থায় এক মাসের জন্য খননকাজ শুরু করা হয়েছে। পুরো কাজ সম্পন্ন করতে এখনো অনেক সময় প্রয়োজন। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে আজকের পত্রিকাকে বলেন, ‘আগে কিছু খননকাজ হয়েছিল। বাকি অংশটুকু খননকাজের জন্য আমরা এর উদ্বোধন করলাম। পরে অন্যান্য বিহার যেমন মহাস্থানগড়ের মতো জনগণের জন্য উন্মুক্ত করা হবে এই বিহার।’ 

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন