হোম > সারা দেশ > রাজশাহী

ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে শিশু ধর্ষণ মামলায় শাহজাহান আলী ওরফে সাজা নামের এক বৃদ্ধকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বৃদ্ধের বাড়ি উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে বগুড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে কাজীপুর থানা-পুলিশ। 

থানা ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বগুড়ার ধুনট উপজেলার মোহনপুর গ্রামের সাদ্দাম হোসেন পাঁচ বছর বয়সী এক শিশুকে নিয়ে কাজীপুরের চরকাদহে তাঁর মামার বাড়ি বেড়াতে আসেন। ওইদিন বিকেলে শিশুটিকে একা পেয়ে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে যান একই গ্রামের শাহজাহান আলী ওরফে সাজা নামের এক বৃদ্ধ। সেখানে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সটকে পড়েন তিনি। 

এদিকে শিশুটির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলে তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে সবাইকে বিষয়টি বলে দেয়। পরে স্বজনরা শিশুটিকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরদিনই ১৫ ফেব্রুয়ারি শিশুটির মামা আবদুল মজিদ বাদী হয়ে শাহজাহান আলী ওরফে সাজাকে আসামি করে কাজীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার