বগুড়া প্রতিনিধি
বগুড়ায় শীতের প্রভাবে শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ জন রোগী ভর্তি হচ্ছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে। গত দুই মাসে জেলায় প্রায় ৩ হাজার ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। একই সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২ শতাধিক শিশু।
আজ সোমবার মোহাম্মদ আলী হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ২১ এবং নিউমোনিয়া নিয়ে ৬ শিশু ভর্তি ছিল। চিকিৎসকেরা বলছেন, খেজুরের রস পান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। এ ছাড়াও শীত বাড়ালে প্রতি বছরই ডায়রিয়া ও নিউমোনিয়া বাড়তে থাকে।
ভর্তি থাকা সারিয়াকান্দির দেবডাঙ্গা গ্রামের ১৯ মাস বয়সী শিশু মুসকানের মা পূর্ণিমা এবং ধুনটের রামনগর গ্রামের ১৪ মাস বয়সী শিশু আব্দুল্লার মা সুখী বেগম জানান, গ্রামে শীত অনেক বেশি। সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। এ কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
অন্যদিকে জেলা শহরের নিশিন্দারা এলাকার জাকির হোসেন জানান, তাঁর দুই সন্তান আফিয়া আহমেদ ও সাদ খেজুরের রস পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন কাজল বলেন, প্রতিবছরই শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ বাড়ে। এবারও বেড়েছে। তবে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা রয়েছে। তিনি পরামর্শ দেন, শীতকালে শিশুদের খাবার নিয়ে সচেতন থাকতে হবে। পাশাপাশি ঠান্ডা লাগানো যাবে না।