হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ডেঙ্গু রোগী বাড়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১৭ জন রোগী। আর ছাড়পত্র পেয়েছেন ১৪ জন।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। তিনি জানান, বুধবার সকালে মো. হাসান (২৭) নামের এক রোগী মারা গেছেন ডেঙ্গু ওয়ার্ডে। তাঁর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। তিনি ঢাকা থেকে এসেছিলেন। এর আগে আজ (বৃহস্পতিবার) সকালে ওয়াজেদ মিয়া (৫৩) নামের আরেক রোগী মারা গেছেন। তাঁর বাড়ি নেত্রকোনা। ডেঙ্গু নিয়ে গত ৩ সেপ্টেম্বর ওয়াজেদ মিয়াকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরিচালক শামীম আহাম্মদ জানান, চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১ হাজার ১২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগে রাজশাহী থেকে কোথাও যাননি। তাঁরা রাজশাহীতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে মোট সাতজন ডেঙ্গু রোগী মারা গেছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন চিকিৎসাধীন আছেন ১০৬ জন। এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ৮৩ জন।

উল্লেখ্য, রামেক হাসপাতালে ৬০ টাকায় রোগীদের ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। শহরের ১১টি স্থানে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে বিনা মূল্যে। সিটি হাসপাতাল ও ১০টি নগর স্বাস্থ্যকেন্দ্রে সিটি করপোরেশন বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে।

তবে রাজশাহীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০০ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে ডেঙ্গু পরীক্ষায়।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে