হোম > সারা দেশ > রাজশাহী

রাণীনগরে এলজিইডি প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

রাণীনগরে ওমর বক্সের মৃত্যুর খবরে বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর রাণীনগরে ওমর বক্স (৫৬) নামে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার দামুয়া সরদার পাড়া নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ওমর বক্স জেলার মহাদেবপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী এবং রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদার পাড়া গ্রামের মৃত জাছের আলীর ছেলে।

ওমর আলীর স্ত্রী হামিমা জেসমিন জানান, তার স্বামী নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী। তারা নওগাঁ শহরেই বসবাস করেন। শারীরিক অসুস্থতার কারণে দুই দিনের ছুটিতে ছিলেন ওমর বক্স।

বুধবার দুপুরে খাবার খেয়ে শহরের বাসা থেকে গ্রামের বাড়িতে আসেন। ওই বাড়িতে তার মা ছাড়া আর কেউ থাকেন না। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে জানতে পারেন ওমর আলী সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি ছুটে আসেন।

তিনি আরও জানান, বেশ কিছু দিন হলো তিনি হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। হয়তো এমন মানসিক অসুস্থতার কারণেই আত্মহত্যা করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওমর বক্সের আর মাত্র নয় মাসের মতো চাকরি আছে। এরপর অবসরে যাবেন। তবে চাকরি থেকে অবসরে গেলে কীভাবে সংসার চলবে এমন মানসিক চাপ এবং পারিবারিকভাবে ছোটখাটো কিছু কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই বিস্তারিত জানা যাবে।’

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

সেকশন