হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বাড়ির উঠানে খেলছিল শিশু, ৫ দিন পর মিলল লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের পাঁচদিন পর এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মাহি খাতুন বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশুর বাবা আব্দুল মান্নান বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি সকালে বাড়ির উঠানে খেলা করছিল মাহি। সকাল ৯টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশি ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তার সন্ধানে বিভিন্ন স্থানে পোষ্টারও লাগানো হয়। আজ সকালে বাড়ির পাশে ডোবার মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।’ 

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, শিশুটি গত পাঁচদিন আগে নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করে। আজ বেলা ১১টার দিকে শিশুটির বাড়ি পাশে কচুরিপানার ডোবার মধ্যে তার মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত