হোম > সারা দেশ > রাজশাহী

বাড়ির উঠানে খেলছিল শিশু, ৫ দিন পর মিলল লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের পাঁচদিন পর এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মাহি খাতুন বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশুর বাবা আব্দুল মান্নান বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি সকালে বাড়ির উঠানে খেলা করছিল মাহি। সকাল ৯টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশি ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তার সন্ধানে বিভিন্ন স্থানে পোষ্টারও লাগানো হয়। আজ সকালে বাড়ির পাশে ডোবার মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।’ 

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, শিশুটি গত পাঁচদিন আগে নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করে। আজ বেলা ১১টার দিকে শিশুটির বাড়ি পাশে কচুরিপানার ডোবার মধ্যে তার মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন