হোম > সারা দেশ > রাজশাহী

ডাকাতির প্রস্তুতিকালে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওই ব্যক্তি চুরি, ডাকাতি, ছিনতাইসহ অর্ধডজন মামলায় তালিকাভুক্ত আসামি। 

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। 

গ্রেপ্তার সাব্বির আহম্মেদের বাড়ি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক ফিরোজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাব্বির নামের একজনকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।' 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর প্রধান সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা সদস্যদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। 

ওসি আরও বলেন, গ্রেপ্তার সাব্বির পুঠিয়াসহ বিভিন্ন থানায় মাদক, চুরি, রোড ডাকাতি, ছিনতাইসহ অর্ধডজন মামলায় তালিকাভুক্ত আসামি।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার