হোম > সারা দেশ > রাজশাহী

ক্রিকেট খেলা নিয়ে নাতির সঙ্গে দ্বন্দ্ব, হামলায় প্রাণ গেল দাদার

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম মোজাহার মোল্লা (৭২)। অভিযোগ উঠেছে তাঁর নাতির সঙ্গে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বেড়া পৌর সদরের বড় পায়না মহল্লায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার ফজর আলী মোল্লাকে (৫০) আটক করেছে পুলিশ। 

নিহত মোজাহার মোল্লা ওই মহল্লার মৃত হারুন মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে মোজাহার মোল্লার নাতির সঙ্গে তার সহপাঠীর  ক্রিকেট খেলা নিয়ে বিদ্যালয়ে কথা–কাটাকাটি হয়। সেখানে শিক্ষকেরা তাদের ঝামেলা মিটিয়ে দেন। তারা দুজনই বেড়া এম এ উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। 

নিহতের ছোট ছেলে জাহিদ মোল্লা বলেন, ‘গতকাল বুধবার বিকেলে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়েছিল তার ভাইয়ের ছেলেরা। এ সময় তার ভাতিজার সহপাঠী ও তাদের পক্ষের লোকজন তাদের মারধর করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে স্থানীয় কাউন্সিলর ও পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়ে দেবেন বলে আশ্বাস দিয়ে তাদের থামিয়ে দেয়।’ 

এর মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই পক্ষের লোকজন তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তার বাবা মোজাহার মোল্লা তাদের নিষেধ করতে গেলে কাঠের বাটাম দিয়ে ঘাড়ে আঘাত করে হামলাকারীরা। আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ছাড়া হামলায় নারী-পুরুষসহ পাঁচজন আহত হন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হামলা জড়িতের অভিযোগে ফজর আলী মোল্লাকে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই হামলায় জড়িত একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত