হোম > সারা দেশ > রাজশাহী

আম রপ্তানিতে বড় বাধা বিদেশিরা: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশে যাচ্ছে। এতে আমাদের দেশের আমচাষিরা লাভবান হচ্ছেন। তবে এখন দেশীয় ফলের প্রচুর সরবরাহ আছে। বিদেশ থেকে ফল আমদানি করতে না হলে ডলার সাশ্রয় হবে।’ 

আজ মঙ্গলবার নওগাঁর সাপাহার উপজেলার গোডাউনপাড়া এলাকায় একটি আমবাগানে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। 

খাদ্যমন্ত্রী বলেন, ‘আম রপ্তানিতে বড় বাধা হচ্ছে বিদেশিরা। তারা জানতে চায় আমাদের দেশের আম নিরাপদ কি না। তখন আমরা সনদ দেখাতে পারি না।’ ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে আরও বেশি আম রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘কৃষক এ দেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক, কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধানে আমন ও বোরোতে বাম্পার ফলন হয়েছে। আমেও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। আশা করি আমেও ন্যায্যমূল্য পাবে।’ 

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দুঃখ-কষ্ট কেউ বুঝতে চায় না। ফসল ফলাতে তাঁকে খরায় পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়।’ 

সাপাহারের সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী এবং কৃষি কর্মকর্তা শাপলা খাতুন। 

এরপর তিনি জবই বিলে মাছ চত্বর ও উপজেলা পরিষদ এলাকায় জয় বাংলা চত্বর উদ্বোধন করেন।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন