হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় যুবদল কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

নিহত যুবদল কর্মী শাহজাহান আলী (৪৫)। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় শাহজাহান আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এ দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৬) নামে আরেক যুবদলকর্মী আহত হয়েছেন।

নিহত শাহজাহান আলীর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাজশাহী মহানগর যুবদলের এক সভায় যোগ দেন যুবদল কর্মী শাহজাহান আলী ও শফিকুল ইসলাম। সভা শেষে ফেরার পথে রামচন্দ্রপুর বাজারে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে দুজনে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতে শাহজাহান আলী মারা যান। আহত শফিকুল ইসলাম এখনো চিকিৎসাধীন।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, গতকাল রাজশাহী মহানগর যুবদলের এক সভা শেষে বাড়ি ফিরছিলেন শাহজাহান ও শফিকুল। এ সময় তাঁদের একটি ট্রাক চাপা দেয়। শাহজাহানের মরদেহ বাড়ি নিয়ে দাফন করা হয়েছে। শফিকুল হাসপাতালে ভর্তি রয়েছেন।

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে বাধা দারিদ্র্য

রাজশাহীতে ৪ প্রাথমিক স্কুলের শিক্ষকদের গণ শোকজ

জয়পুরহাট সীমান্তে আজ সকালে বেড়া নির্মাণ, কালই তুলে নেবে বিএসএফ

সড়ক ডিভাইডারে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল ভগ্নিপতি-শ্যালকের

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: সংস্কার কমিশন প্রধান

যমুনার বালুচরের নতুন ফসল চিনাবাদাম

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

বাঘায় আম গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

কামারখন্দে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

সেকশন