Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাজেটে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাজেটে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি

আসন্ন বাজেটে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ‘দিনের আলো হিজড়া সংঘ’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ দাবি জানায়। 

দ্বাদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। এই বাজেটেই হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় মানুষদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হিজড়া জনগোষ্ঠীর মিস পলি। তিনি বলেন, ‘দেশে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ১ লাখের বেশি। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের হিসাবে মাত্র ১০-১২ হাজার। সরকার ২০১৪ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্বীকৃতি পাওয়ার পরও নানা মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। তাই আসন্ন বাজেটে তিনি এ জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি।’ 

সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিজড়া সুলতানা আহমেদ সাগরিকা বলেন, ‘হিজড়ারা মাত্র ৬০০ টাকা ভাতা পান। এই টাকা দিয়ে কী কেনা যায়? অথচ অনেক খাতে অনেক টাকা ভাতা দেওয়া হচ্ছে। হিজড়াদের ভাতা বাড়ানোর দাবি জানাই।’ তিনি জনপ্রতিনিধি হিসেবে আসন্ন রাজশাহী সিটি করপোরেশনের বাজেটে তাদের এই জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ চাইবেন বলেও জানান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি জয়িতা মোহনা মুহিন, কোষাধ্যক্ষ মিস জুলি, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন, প্রোগ্রাম অফিসার রায়হানুল হক প্রমুখ।

নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে রাবির ২ সমন্বয়কের পদত্যাগ

সাবেক এমপি হেনরীর বাড়ির বাথরুমে রাখা ছাত্রের লাশের পরিচয় মিলেছে

রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

সড়ক দুর্ঘটনায় বাবা আহত—ভুয়া খবর দিয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২

রাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ-সম্পাদক সজীব

বগুড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, খালুর যাবজ্জীবন কারাদণ্ড

বিস্ফোরক মামলায় সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সূর্যমুখীর ফুল-পাতায় ‘অমর ২১’

রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পছন্দের বিভাগ বাছাই ১৫ মার্চ পর্যন্ত