নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে আংগুরা খাতুন (৩৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের মাড়িয়া নিংটিপাড়া উন্মুক্ত রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারী লালপুর উপজেলার চকশোভ (হঠাৎপাড়া) গ্রামের মো. আব্দুল মমিন কসাইয়ের স্ত্রী।
স্থানীয়রা জানান, আজ সকালে আংগুরা খাতুন অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান। বেলা ১২টার দিকে বাগাতিপাড়ার মাড়িয়া নিংটিপাড়া উন্মুক্ত রেলগেটের কাছে ট্রেনে কাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাঁর বাড়িতে খবর দেন। পরিবারের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, আজ বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আংগুরা খাতুন ঘটনাস্থলেই মারা গেছেন। তবে রেল কর্তৃপক্ষ বিষয়টি জানায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।