হোম > সারা দেশ > নওগাঁ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

নওগাঁ প্রতিনিধি

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় আবারও শীত জেঁকে বসছে উত্তরের জেলা নওগাঁয়। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল নওগাঁর পথঘাট। কুয়াশার কারণে সড়কে বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আলো জ্বালিয়ে চলতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার বদলগাছি আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। 

নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘আজকে বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। জেলাজুড়ে ঠান্ডা বাতাস বইছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে।’ 

এদিকে গত কয়েক দিনে কুয়াশা আর ঠান্ডার প্রভাব কিছুটা কমে গেলেও সকাল থেকে আবারও ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। শীতের তীব্রতা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হয়েছেন শ্রমিকেরা। 

এ ছাড়া তীব্র শীতে জেলায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। 

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর চাপও বেড়েছে।’

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ