হোম > সারা দেশ > রাজশাহী

ঈদের দিন যুবককে পিটিয়ে হত্যা, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঈদের দিন তুচ্ছ ঘটনায় রাজশাহীর পবায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শুক্রবার আটজনকে আসামি করে থানায় মামলা করেছে নিহতের পরিবার। 

নিহত যুবকের নাম মো. রাব্বানী ওরফে রাব্বি। তিনি তালগাছি গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আহত ওই যুবককে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরে নগরীর লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পুলিশ জানায়, ঈদের দিন (বৃহস্পতিবার) বিকেলে জনি নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে উপজেলার তালগাছি বিলে এলাকায় বেড়াতে যান। এ সময় মাধাইপাড়া গ্রামের জীবন ও জাকির নামে দুই ব্যক্তি মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় জনিকে ধাক্কা দেন। 

এ নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা তা সমঝোতা করে দুপক্ষকেই বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু এটিকে কেন্দ্র করে জনি তাঁর গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে তালগাছি বিলে এসে জীবন ও জাকিরকে খুঁজতে থাকেন। সেখানে তাঁদের না পেয়ে তালগাছি গ্রামের রাব্বিকে (২৬) পেয়ে মারধর করেন। এ সময় লাঠির আঘাতে রাব্বির ডান কানের ওপরে মাথায় গুরুতর জখম হয়। 

পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ঈদের দিন কোনো চিকিৎসক না থাকায় নগরীর লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মধ্যরাতে তিনি মারা যান। 

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে জনিসহ আটজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে