Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষক বাতায়নে দেশ সেরা কনটেন্ট নির্মাতা শাহাকুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

শিক্ষক বাতায়নে দেশ সেরা কনটেন্ট নির্মাতা শাহাকুল

শিক্ষক বাতায়নে দেশ সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ার শাহাকুল ইসলাম। আজ সোমবার সকালে শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে দেখে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে গতকাল রোববার সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) বিভাগ শিক্ষক বাতায়নের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে দেশসেরা কনটেন্ট নির্মাতা ঘোষণা করেন।

শিক্ষক শাহাকুল ইসলাম উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি নাটোর সদর উপজেলার গাংগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, শাহাকুল ইসলাম ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর থেকে শিশুদের বই লেখালেখির পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। শিক্ষক বাতায়নে শিক্ষকদের সংযুক্ত, কনটেন্ট আপলোডে উদ্বুদ্ধ করা, শিক্ষকদের বিভিন্ন ডিজিটাল কাজে সহায়তা করার কাজগুলো দায়িত্বের সঙ্গে পালন করেন তিনি। শিক্ষক বাতায়নে তাঁর ৭২টি কনটেন্ট, ২৪টি ব্লগ, ১০৫টি ছবি এবং অনেকগুলো ভিডিও কনটেন্ট ও বিভিন্ন লেখা আপলোড করা হয়েছে।

২০২০ সালে তাঁর লেখা শিশুতোষ গ্রন্থ ‘উল্লাস’ ছাড়াও ৮টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। যার স্বীকৃতি হিসেবে ২০২১ সালে নাটোর জেলার শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন শাহাকুল ইসলাম।

এ বিষয়ে শিক্ষক শাহাকুল ইসলাম বলেন, ‘এমন সাফল্যে আমি খুবই খুশি। পরিশ্রম করলে সফলতা অবশ্যই পাওয়া যায়। আবার কর্মের স্বীকৃতি পেলে কাজের স্পৃহা এবং দায়িত্বও অনেকগুণ বেড়ে যায়। আমাকে দেশ সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত করায় বাতায়নের কর্তৃপক্ষ ও সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।’

নাটোর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান বলেন, শাহাকুল ইসলাম শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ে একজন দক্ষ শিক্ষক হিসেবে উপজেলায় পরিচিত। তিনি কম্পিউটার ও অনলাইনের কাজে পারদর্শী। সব মিলিয়ে তিনি একজন ভালো শিক্ষক।

দেশের সর্বস্তরের শিক্ষকদের জনপ্রিয় ওয়েব পোর্টাল এই শিক্ষক বাতায়ন। সরকারের এটুআই বিভাগের তত্ত্বাবধানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে এ ওয়েব পোর্টাল শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল পাঠদান পদ্ধতির অন্যতম প্ল্যাটফর্ম। প্রতি মাসেই এটুআই সম্মাননা স্বরূপ কয়েকটি ক্যাটাগরিতে সেরাদের নিয়ে নির্বাচন করা হয়। 

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ

শেরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১০

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

শেরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ