Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

গোমস্তাপুর সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি

গোমস্তাপুর সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নিহত বাংলাদেশি যুবক রজিম আলীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল সোমবার রাতে পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত দেওয়া হয়। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে রোকনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে রজিমের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ সময় দুই দেশের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিজিবি সূত্রে জানা যায়, এর আগে শনিবার রাতে বিএসএফের গুলিতে মারা যান রজিম। ওই রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন রজিমসহ আরও কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই রজিমের মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 

রজিম আলী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের আবুল কালামের ছেলে। বিয়ের পর তিনি সীমান্তবর্তী রোকনপুরে শ্বশুরবাড়িতে থাকতেন। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিএসএফ মরদেহ ফেরত দেওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যাবতীয় আইনি কার্যক্রম বিএসএফ শেষ করেছে।

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছেই, দাবি আদায়ে বিক্ষোভ-মানববন্ধন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

জ্বালানি খাত জিম্মি করছেন আওয়ামী লীগের নেতারা