ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে আকমল হোসেন (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার শহরের থানাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে।
আকমল হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পালিগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দোভাষী হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, আকমল হোসেন দীর্ঘদিন থেকে থানাপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ওই বাসা থেকে নিয়মিত রূপপুরে অফিস করতেন।
আজ দুপুরে খবর পেয়ে পুলিশ বাড়ির দোতলার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে আকমল হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বাড়ির কলাপসিবল গেল বন্ধ ছিল।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত্যুর বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে পারিবারিক কলহের কারণে মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ অবস্থায় তার স্ত্রী শবনম মুশতারী স্বর্ণাকে থানায় আনা এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আকমলের তৃতীয় স্ত্রী। তিন মাস আগে তাদের বিয়ে হয়।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’