হোম > সারা দেশ > জয়পুরহাট

কালাইয়ে শ্রেণিকক্ষ প্রস্তুত না হওয়ায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন

প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার পর আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে সরকার। এরই মধ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুত থাকলেও জয়পুরহাটের কালাইয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও চার শতাধিক শিক্ষার্থীর মাঝে আনন্দের বদলে চোখে মুখে হতাশা। কেননা শ্রেণিকক্ষ এখনো প্রস্তুত হয়নি বলে অভিযোগ উঠেছে। 

১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার ঘোষণা আসার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জোরেশোরে চলছে ধোয়া-মোছার কাজ। কিন্তু কালাইয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এখনো প্রস্তুত হয়নি। সরকারি নির্দেশ অনুযায়ী ক্লাস করতে পারবে কী-না সে নিয়ে আছে শঙ্কায় শিক্ষার্থীরা। তবে, বিদ্যালয় যথাসময়ে খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে তাঁরা ক্লাস করার প্রচেষ্টা করছেন এমনটিই দাবি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। 

সরেজমিনে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাটির পুরোনো ৫টি শ্রেণিকক্ষ ভেঙে নির্মাণাধীন একতলা একাডেমিক ভবন কাজের জন্য ইট, বালু, সিমেন্ট, রড, মাটির স্তূপ, কাঠের ব্যবহৃত লোহার পেরেকসহ বিভিন্ন সরঞ্জাম মাঠে রাখা আছে। অস্থায়ীভাবে ঢেউটিন দিয়ে দুটি শ্রেণিকক্ষ নির্মাণ করছেন। একটি কক্ষে বেঞ্চের ওপরে বেঞ্চ সাজিয়ে রেখেছেন, সেগুলোর ওপরে পড়েছে ময়লার আস্তর পড়েছে। শ্রেণিকক্ষের জন্য অফিস সংলগ্ন দুটি কক্ষ প্রস্তুত করছেন পাশাপাশি ঢেউটিন দিয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছেন। নতুন ভবনের কাজ চলমান রয়েছে। 

শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার, জান্নাতুন আক্তার বলেন, অনেক দিন পর স্কুল খুলে দেওয়ার কথা শুনে আনন্দিত হলেও এখন পর্যন্ত শ্রেণিকক্ষ প্রস্তুত না হওয়ায় তিনি শঙ্কিত। 

এ বিষয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয় যথাসময়ে খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করাতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। এ ছাড়া ঢেউটিন দিয়ে দুটি অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছেন এবং অফিস সংলগ্ন দুটি কক্ষ পাঠদানের উপযোগী রয়েছে। 

কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান আজকের পত্রিকাকে জানান, শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সংলগ্ন দুটি কক্ষ প্রস্তুত এবং আরও দুটি অস্থায়ী শ্রেণিকক্ষ আজকে দিনের মধ্যে সম্পূর্ণ হবে বলে প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন। 

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে