মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় চার্জার ভ্যানসহ নিখোঁজ হওয়া কিশোর শারিকুল ইসলামকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৫ দিন পর গত শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
শারিকুল উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সুলতান আলীর ছেলে। এর আগে ৩ নভেম্বর সকালে ভাড়ায় চালানোর জন্য ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় শারিকুল। এরপর সেদিন বিকেলের পর থেকে সে নিখোঁজ ছিল।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ ঘটনায় শারিকুলের বাবা গত সোমবার রাতে মান্দা থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম ভিকটিম কিশোরকে উদ্ধারে অনুসন্ধান শুরু করেন।
একপর্যায়ে শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে কিশোর শারিকুল ইসলামকে উদ্ধার করেন। পরে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ওই কিশোরকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।