Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

শৈশবে হারানো শিশু ফিরে এল ৮৫ বছরের বৃদ্ধ হয়ে

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

শৈশবে হারানো শিশু ফিরে এল ৮৫ বছরের বৃদ্ধ হয়ে

আব্দুল কুদ্দুস মুন্সী শৈশবে মা-বাবার ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। প্রায় ৭০ বছর পর ফেসবুকের কল্যাণে পরিচয় মেলে বৃদ্ধ আব্দুল কুদ্দুসের। স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে বর্তমানে বসবাস করছেন রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামে। অবশেষে আপনজনদের খুঁজে পেয়েছেন তিনি। আব্দুর কুদ্দুস মুন্সীর বয়স এখন প্রায় ৮৫ বছর।

স্বজনেরা জানান, ছেলের আশায় এখনো পথ চেয়ে আছেন আব্দুল কুদ্দুসের শতবর্ষী মা। বাবা মারা গেছেন অনেক আগেই।

সাত বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন আব্দুল কুদ্দুস। অপেক্ষায় তার শতবর্ষী মাকথা হয় আব্দুল কুদ্দুস মুন্সীর সঙ্গে। তিনি বলেন, ৭৮ বছর আগে তাঁর পুলিশ সদস্য ফুফার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীর বাগমারায় বেড়াতে আসেন। সেখানে প্রায় দুই বছর থাকেন। ফুফার সঙ্গে থাকাকালীন ফুফুর সঙ্গে মনোমালিন্য হয়। ফুফু তাঁকে মারধর করেন। সেই রাগেই বাসা থেকে বের হয়ে আর ফিরেননি আব্দুল কুদ্দুস মুন্সী।

স্বজনদের প্রতিও অনেকে সন্দেহ করতে শুরু করেন। সম্পত্তির লোভে পিতা-মাতার একমাত্র পুত্রসন্তান আব্দুল কুদ্দুসকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অনেকে সন্দেহ প্রকাশ করেন। ৭৮ বছর পর ঠিকই ফিরে এলেন আব্দুল কুদ্দুস মুন্সী। সাত বছরের সেই ছোট্ট শিশুটি আজ ৮৫ বছরের বৃদ্ধ।

আব্দুল কুদ্দুস মুন্সী বলেন, কিছুদিন আগে আইয়ুব আলী নামের পরিচিত একজনের কাছে তাঁর হারিয়ে যাওয়ার গল্প বলেন। সেই ঘটনা ফেসবুকে আপলোড দেন আইয়ুব আলী। সেখানে তিনি শুধু মা-বাবা ও নিজের গ্রাম বাড্ডার নাম বলতে পারেন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বাড্ডা গ্রামের লোকজনের নজরে আসে। একপর্যায়ে আব্দুল কুদ্দুসকে খুঁজে পান তাঁর পরিবারের সদস্যরা।

সাত বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন আব্দুল কুদ্দুস। অপেক্ষায় তার শতবর্ষী মাআব্দুল কুদ্দুসের স্বজনেরা জানান, এখনো জীবিত আছেন তাঁর শতবর্ষী মা ও এক বোন। এরই মধ্যে মায়ের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন আব্দুল কুদ্দুস। আর এত বছর পর নিজের পরিবার খুঁজে পাওয়ায় খুশি আব্দুল কুদ্দুসের স্ত্রী-সন্তানেরাও।

প্রথম ভিডিও আপলোড করা আইয়ুব আলী বলেন, ‘আব্দুল কুদ্দুস মুন্সীর হারিয়ে যাওয়ার একটি ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করি। আর ফেসবুকে ওই পোস্টের ওপরে লিখেছিলাম যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এই বৃদ্ধ আজ থেকে প্রায় ৭০ বছর আগে হারিয়ে গিয়ে পরিবারবিচ্ছিন্ন। কেউ যদি তাঁর কথা শুনে চিনতে পারেন। এরপর বহু মানুষ সেই পোস্ট শেয়ার করেন। বিদেশে কিছু মানুষ ওই এলাকার আমার ফ্রেন্ড লিস্টে আছেন, তাঁরা দেখেন। এভাবেই আব্দুল কুদ্দুস খুঁজে পান তাঁর স্বজনদের।’

হারিয়ে যাওয়ার দিনের সেই ঘটনা জানতে চাইলে আব্দুল কুদ্দুস মুন্সী বলেন, ‘আমি ফুফুর বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আত্রাই সিংসাড়া গ্রাম পর্যন্ত চলে আসি। তখন প্রায় সন্ধ্যা, সে সময় খয়মুন নামের এক বৃদ্ধার সঙ্গে দেখা হয়। তাঁর বাড়িতে যাওয়ার কথা বলি। তিনি ভিক্ষা করে সংসার চালান। আমার কথা শুনে তাঁর গ্রামের জনৈক সাদেকের ছেলে সাদেকের বাড়িতে নিয়ে যান। সাদেকের কোনো সন্তান না থাকায় আমাকেই ঠাঁই দেন বাড়িতে। সেখানেই বড় হই আমি। এমনকি তাঁরাই আমাকে মুসলমানি দেন। পরে পনের বছর বয়সে সাদেক একই এলাকার চৌউড়বাড়ি গ্রামে তাঁর এক আত্মীয়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন। সাদেকের বাড়িতে কয়েক বছর থাকার পর আমার শাশুড়ি বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের নিঃসন্তান সুন্দর বেগম ও কপিজান নামের দুই বোনের বাড়িতে আমাকে রাখার সিদ্ধান্ত নেন। তখন থেকেই বারুইপাড়া গ্রামে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করি। বছর দুয়েক পর সুন্দর বেগম আমাকে ১২ বিঘা জমি লিখে দেন। 

৩ ছেলে ও ৫ মেয়ের জনক আব্দুল কুদ্দুস। সন্তানাদি নিয়ে বারুইপাড়াতে বসতবাড়ি গড়ে তুলেছেন তিনি। মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন আর তিন ছেলের মধ্যে দুজনকে বিদেশে পাঠিয়েছেন। এক ছেলে বারইপাড়া গ্রামে মা-বাবার সঙ্গেই থাকেন।’ 

মা তাঁকে কীভাবে চিনলেন—জানতে চাইলে আব্দুল কুদ্দুস বলেন, ‘মায়ের সঙ্গে ভিডিও কলে প্রথম যখন কথা বলি তখন আমার মা আমাকে বলে, তুই আমার হারিয়ে যাওয়া আব্দুল কুদ্দুস বাবা। তোর ছোট বেলায় হাত কেটে গিয়েছিল। মায়ের মুখে এ কথা শোনার পরে আমি বলি, মা তোর কুদ্দুসের কোন হাত কেটে গিয়েছিল। তখন মা বলে, বাঁ হাতের বুড়ো আঙুল। তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আর বুঝতে পারি যে আমার মা তিনিই। 

বাগমারার বারুইপাড়া গ্রামে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবারই মায়ের সঙ্গে দেখা করতে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা আব্দুল কুদ্দুস মুন্সীসহ তাঁর ছেলেদের। আর স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা তো চলছেই।

 

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ