মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল আটটার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আয়নাল হক। তিনি মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি মহল্লার মৃত মছির উদ্দিনের প্রথম ছেলে।
জানা যায়, আয়নাল হক তার বাড়ি থেকে সাইকেল করে ধানের বস্তা নিয়ে হাটে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে উঠতেই হঠাৎ সামনে ট্রাক দেখতে পান। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। অন্যদিকে তার ধানের বস্তা এবং সাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে বিনস্ট হয়।
বিকেলে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে এখন পর্যন্ত তার জ্ঞাস ফিরে আসেনি।