হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় অটোভ্যান উল্টে ছোট বোনের মৃত্যু, বড় বোন হাসপাতালে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

নাতনিজামাইর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন সাজেদা খাতুন (৫৫) ও তাঁর বড় বোন নুরজাহান খাতুন (৭০)। কিন্তু পথে অটোভ্যান উল্টে ছোট বোন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন তাঁর বড় বোন নুরজাহান খাতুন। আজ সোমবার দুপুরে পাবনার ভাঙ্গুড়া-অষ্টমনীষা সড়কের ঝবঝবিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ছোট বোন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। 

জানা গেছে, বড় বোন নুরজাহানকে নিয়ে অটোভ্যানে অষ্টমনীষা গ্রামে নাতনিজামাইর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন সাজেদা খাতুন। পথে ঝবঝবিয়া নামক স্থানে পৌঁছালে অপর একটি অটোভ্যানের ধাক্কায় তাঁদের গাড়িটি উল্টে যায়। এতে মারাত্মক আহত হন দুই বোন সাজেদা খাতুন ও নুরজাহান খাতুন। 

স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোট বোন সাজেদা খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বড় বোন নুরজাহান খাতুন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, কোনো অভিযোগ না থাকায় ছোট বোন সাজেদার মরদেহ তাঁদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বড় বোন নুরজাহান হাসপাতালে ভর্তি রয়েছেন। 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার