হোম > সারা দেশ > রাজশাহী

রামেকের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়।  হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহী ও নওগাঁর একজন করে রোগী ভুগছিলেন করোনার উপসর্গে। অন্য তিনজনের করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় তাঁরা কোভিড ইউনিটে মারা গেছেন। 

মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৩৭ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১২ জন। ছাড়পত্র পেয়েছেন নয়জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১০৪ জন। 

এর মধ্যে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৯ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ১৫ জন, পাবনার ১৫ জন, কুষ্টিয়ার ছয়জন, সিরাজগঞ্জ ও মেহেরপুরের একজন করে রোগী ছিলেন। 

জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, রোববার জেলার ২১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আটজনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। সংক্রমণের হার ৩ দশমিক ৭৯ শতাংশ।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত