আটঘরিয়া (পাবনা): পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডের টয়লেটের সানশেড থেকে সদ্য ভূমিষ্ঠ শিশু উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে নবজাতকটি উদ্ধার করা হয়।
হাসপাতালে কর্মরত সিনিয়র নার্স হাসনা হেনা বলেন, বেলা ২টা ২০ মিনিটের দিকে নারী ওয়ার্ডের টয়লেট থেকে শিশুর চিৎকার শুনে একজন রোগী আমাকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে একটি নবজাতক দেখতে পাই। তখনো নাড়ি কাটা হয়নি।
কর্মরত সিনিয়র নার্স সমাপ্তি ইয়াছমিন ও মিডওয়াইফ পাপিয়া জানান, নবজাতকটিকে উদ্ধার করে তৎক্ষণাত চিকিৎসা ও অন্যান্য সেবা দেওয়া হয়েছে। কন্যাশিশুটি এখন সুস্থ।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান জানান, হাসপাতালের স্টাফদের দৃষ্টি এড়িয়ে কে বা কারা শিশুটিকে টয়লেটে রেখে গেছে। এ বিষয়ে আটঘরিয়া থানায় খবর দেওয়া হয়েছে। তাঁরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছেন। শিশুটির সার্বক্ষণিক তদারকি ও চিকিৎসার জন্য ডাক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আটঘরিয়া থানার ওসি মো. হাফিজুল ইসলাম বলেন, বিষয়টি স্পর্শকাতর, তাই খবর পাওয়ামাত্র আমরা হাসপাতালে উপস্থিত হয়েছি। অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
ঘটনা শোনার তাৎক্ষণিকভাবে হাসপাতাল পরিদর্শন করেছেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফুয়ারা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।