Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ 

নওগাঁ প্রতিনিধি

বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ 

নওগাঁর সাপাহার উপজেলায় মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ‘বিকাশের’ মাধ্যমে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকালে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার রাতে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃক ব্যক্তিরা হলেন জেলার পত্নীতলা উপজেলার সারাইডাঙ্গা গ্রামের তায়েব উদ্দিন আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ বকুল এবং মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে রায়হান উদ্দিন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নাটোর জেলার লালপুর থানায় কামাল হোসেন (৪১) নামে এক ব্যক্তি বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অভিযোগ করেন। এরপর অভিযানে নামে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে নওগাঁর সাপাহারে বাজার এলাকায় কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ১২টি সিমকার্ড, ১টি ক্যাশ ইন রেজিস্ট্রার জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কৌশলে বিকাশ পিন কোড হাতিয়ে নিতেন। এরপর ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণালব্ধ অর্থ মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের (বিকাশ) মাধ্যমে হাতিয়ে নিতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত