হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ৫ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় কলি আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কলি অনেক দিন ধরেই মাদকের কারবার চালিয়ে আসছিলেন। 

কলির বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়ায়। তাঁর স্বামীর নাম আরেফিন ইসলাম সঞ্জু। বর্তমানে তিনি বালিয়াপুকুর বড়বটতলা এলাকায় বসবাস করেন। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জামিরুল ইসলাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শেখেরচক মহলদারপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ কলি আক্তারকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বালিয়া পুকুর বড়বটতলা এলাকায় কলির বাসায় অভিযান চালিয়ে আরও ৪ হাজার ইয়াবা ও ১ লাখ ৩৭ হাজার টাকা জব্দ করা হয়। 

জামিরুল ইসলাম বলেন, ‘স্বামীর সহযোগিতায় কলি ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি শেফালী, সাজু ও মুরগি রানাসহ অনেকের কাছে এসব ইয়াবা বিক্রি করতেন। তাঁদের সবার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার কলিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের