হোম > সারা দেশ > রাজশাহী

মৎস্যজীবী দলের সাবেক নেতা নিহতের ঘটনায় ভাইয়ের মামলা

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা জালাল উদ্দিন (৪০) নিহতের ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেন পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, নিহত জালালের ভাই লাবু হোসেন বাদী হয়ে গত রোববার রাতে মামলাটি করেছেন। মামলায় ২৯ জনকে আসামি করা হয়েছে।

ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার যায়নি।

প্রতিপক্ষের বাড়িতে আগুন

এদিকে, হত্যার ঘটনার পর নিহতের স্বজন ও দলীয় সমর্থকরা প্রতিপক্ষের দুটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।

আজ সোমবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, হেমায়েতপুর মানসিক হাসপাতাল সংলগ্ন এলাকায় দুই ভাই আলী হোসেন ও রেজাউল করিমের বাড়িতে কেউ নেই। তাদের বাড়িঘর সব ভাঙচুর, তছনছ করা। আগুনে পুড়ে গেছে বেশিরভাগ জিনিসপত্র। তার পাশাপাশি আজিজুল ইসলামের দোকান ভাঙচুর ও লুট করা হয়েছে। সেটিও বন্ধ রয়েছে। ভয়ে সবাই পলাতক রয়েছে।

আলী হোসেন ও রেজাউল করিমের ভাই আসলাম হোসেন বলেন, ‘গত শনিবার সকালে হত্যাকাণ্ড ঘটার পর দুপুরের দিকে তাদের লোকজন এসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অবস্থা বেগতিক দেখে বাড়িঘর ফেলে পালিয়ে গেছে তারা।’ তারা বিএনপির সমর্থক বলে জানান তিনি।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলির সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম পক্ষের। গত শুক্রবার রাতে ওই এলাকার ইসলামি জলসা নিয়ে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডাও হয়।

সেই সূত্র ধরে শনিবার (১৬ নভেম্বর) সকালে বেতেপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেম গ্রুপের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত জালাল উদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামানিক বলেন, জালাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন