নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছিতে সেতুর নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বর্ষাইল-মাতাজি সড়কের ভবনপুর এলাকার একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাকিব হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিবের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, সাকিব এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। আজ সোমবার সকালে বদলগাছি উপজেলার বর্ষাইল-মাতাজি সড়কের ভবন নামক স্থানে সেতুর নিচে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এরপর পরিবারের লোকজন সাকিবকে শনাক্ত করে।
ওসি আরও বলেন, উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।