প্রতিনিধি, আটঘরিয়া (পাবনা)
পাবনার আটঘরিয়ায় কঠোর লকডাউনের মধ্যে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা, মাস্ক না পরা এবং অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় পথচারী ও ব্যবসায়ীসহ ৭ জনকে জরিমানা করেছেন আদালত।
শনিবার উপজেলার আটঘরিয়া ও চাঁদভাসহ বিভিন্ন বাজারে এই আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান।
এসময় আদালত পরিচালনা করে ৭ জনের নামে মামলা করে ১ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়।