কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানদের চেতনাকে জাগ্রত করতে হবে? গর্জরে উঠতে হবে। আমাদের সন্তানদের কি দায়িত্ব নাই? অন্যরা কোটা নিয়ে কথা বললে, আমাদেরও কথা বলতে হবে? শুধু কাগজে–কলমে কোটা লিখলে হবে না। সম্মানজনক হারে কোটা পুনর্বিন্যাস করে শতভাগ নিশ্চিত করতে হবে।’
আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট এলাকায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সন্তানদের অধিকার রক্ষা করা উচিত। আপনারা বীরের সন্তান, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা হয়ে যদি বিড়াল হয়ে যান। তাহলে কি হবে? আমরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে পেরেছি, স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু কোটা আন্দোলনের বিষয়ে আমাদের সন্তানেরা কোথাও একটা শব্দ করেছে?’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়েছেন। আপনারা থাকলে বীর মুক্তিযোদ্ধাদের সব দাবি পূরণ হবে। মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকায় উন্নত ২২টি হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। জুলাই মাস থেকে সারা দেশে মৃত মুক্তিযোদ্ধার জন্য একই ডিজাইনের কবর দেওয়া হবে। যা দেখে সহজেই যে কেউ বুঝতে পারবে মুক্তিযোদ্ধার কবর।’
তিনি বলেন, ‘আমরা সরকারে থেকে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করেছি। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৮০ ভাগ অঞ্চলে চলাচলের রাস্তা পাকাকরণ করা হবে।’
এ সময় সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরী, শফিকুল ইসলাম শফি, জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।