Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় প্রধান সড়কে ধস, চলাচলে ঝুঁকি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় প্রধান সড়কে ধস, চলাচলে ঝুঁকি

নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়কে ধস দেখা দিয়েছে। তাতে ওই সড়কে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত অক্টোবর থেকে এই অবস্থার সৃষ্টি হলেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এলাকাবাসী জানায়, বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া এলাকায় গিয়াস উদ্দিনের বাড়ির নিকট গত অক্টোবর মাসে অতিরিক্ত বর্ষায় তীব্র পানির স্রোতে সড়কের ওপর নির্মিত কালভার্টের উইংওয়ালের নিচ থেকে মাটি সরে যায়। তাতে উইংওয়ালের সঙ্গে সড়কের এক পাশের মাটিও খালে ধসে পড়ে। তখন উপজেলা প্রকৌশল দপ্তর থেকে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা হয়। কিন্তু ভারী যান চলাচলের কারণে আবারও সড়কের কিছু অংশ খালে ধসে পড়েছে। তা ছাড়া অর্ধেক সড়ক পর্যন্ত ফাটল ধরেছে।

স্থানীয় বাসিন্দা সাথী বেগম বলেন, সড়কের নিচে কালভার্টের ওয়ালের পাশ থেকে মাটি সরে গিয়েছে। ফলে ভারী গাড়ি গেলে সড়কের ওই অংশ দেবে যায়। যেকোনো সময় পুরো সড়ক ভেঙে যেতে পারে।

যোগীপাড়া এলাকার শফিকুল ইসলাম বলেন, উপজেলার প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত ছোট-বড় যান চলাচল করে। জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি ভেঙে গেলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।

আজ রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, গভীর খালের ওপর নির্মিত কালভার্টের সড়কের পাশের উইংওয়াল ধসে পড়েছে। সড়কটি রক্ষার জন্য দেওয়া বালুর বস্তাগুলো ভারী যান চলাচলে খালের মধ্যে ধসে যাচ্ছে। এমনকি মূল সড়কের প্রায় তিন ফুট পাকা অংশ ধসে গিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়কটির ওই অংশ ঝুঁকিতে রয়েছে। টেকসই মেরামতের জন্য বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে দ্রুত মেরামত করা হবে।

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ