Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

 লালপুর (নাটোর) প্রতিনিধি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫, গ্রেপ্তার ৭। ছবি: আজকের পত্রিকা।

নাটোরের লালপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে সাতজন আওয়ামী লীগ সমর্থককে আটক করা করেছে পুলিশ।

আজ সোমবার উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রামকৃষ্ণপুর গ্রামের লোকমান মণ্ডলের ছেলে সাব্বির হোসেন (২৪), মো. আরজেত আলীর ছেলে সুজাত আলী (৩৫), আয়ুব উদ্দিন মণ্ডলের ছেলে মো. হায়াত উদ্দিন (৭০), বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৪৭), খোলা কাগজের লালপুর প্রতিনিধি উত্তর লালপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে তুষার ইমরান (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা রামকৃষ্ণপুর ঈদগাহে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাব্বির নামে এক বিএনপি সমর্থক আহত হন। পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকেরা বিএনপি সমর্থকদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। এতে সুজাত নামে এক বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হন। এ ছাড়া এ ঘটনায় সাংবাদিকসহ মোট পাঁচজন আহত হন। পরে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অন্বেষা সরকার বলেন, আহত পাঁচজনের মধ্যে সুজাত আলী নামে একজন পায়ে গুলিবিদ্ধ। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র দেওয়া হয়েছে।

এ ঘটনায় রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফুর ছেলে মুন, জরিপের ছেলে দ্বীপ, খায়রুল বাসার ভাদুর ছেলে লিপু, পল্টনসহ সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন আওয়ামী লীগ সমর্থককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫, গ্রেপ্তার ৭। ছবি: আজকের পত্রিকা।
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫, গ্রেপ্তার ৭। ছবি: আজকের পত্রিকা।

এ ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি কর্মী সুজাত বলেন, ‘ঈদের নামাজ পর আওয়ামী নেতা-কর্মীরা “জয় বাংলা” স্লোগান দিলে স্থানীয় মুসল্লি ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের ওপর গুলি চালালে আমার পায়ে গুলি লাগে।’

এর প্রতিবাদে তাৎক্ষণিক উপস্থিত লালপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী ও মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এ টি এম জাহিদুল আলম ডলার, মো. জিয়াউর রহমান, আলাউদ্দিন প্রমুখ।

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫, গ্রেপ্তার ৭। ছবি: আজকের পত্রিকা।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসরেরা আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আওয়ামী লীগ ক্যাডার রবিউল ইসলাম রবির নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের ওপর গুলি করা হয়েছে। এদের রাজনৈতিক ও সামাজিকভাবে বয়কট করতে হবে। অতি দ্রুত অস্ত্রধারী এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রশাসনের জোর দাবি জানাচ্ছি।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। যাচাই-বাছাই করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫, গ্রেপ্তার ৭। ছবি: আজকের পত্রিকা।

নাটোরের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ডিবি টিম, পুলিশ, যৌথ বাহিনীর সদস্যরা তদন্ত করছেন।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ