হোম > সারা দেশ > পাবনা

রাজনীতি নিয়ে ব্যস্ত, স্কুলে যান না প্রধান শিক্ষক

শাহীন রহমান, পাবনা 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুধবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। দেড় বছর পর স্কুল খুললেও তিনি যাচ্ছেন না। তিনি ব্যস্ত আছেন রাজনীতি নিয়ে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা করে যাচ্ছেন প্রধান শিক্ষক।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক নাসির উদ্দিন একই সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তাঁর বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও সরকারি চাকরি বিধিতে রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার সুযোগ নেই। 

একাধিক সূত্রে জানা যায়, নাসির উদ্দিন পাথরঘাটা রোকনপুর রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকা অবস্থায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হন। ২০১৪ সালে বিদ্যালয়টি সরকারি হয়। কিন্তু নাসির উদ্দিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ ধরে ছাড়েননি। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি বিদ্যালয়েও অনিয়মিত বলে জানা যায়। 

এ নিয়ে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নাসির উদ্দিনকে দুধবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করে উপজেলা শিক্ষা অফিস। এরপরও রাজনীতি নিয়ে তাঁর ব্যস্ততা কমেনি। তিনি বিদ্যালয়ে নিয়মিত যান না। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরা বাধ্যতামূলক করা হলেও নাসির উদ্দিন কোনো কেয়ার করছেন না। তিনি উপজেলার দিলপাশার অষ্টমনীষা ও খানমরিচ ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। আজ মঙ্গলবারও তিনি স্কুলে না গিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দেন। 

দুধবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি রাজনীতি করার কারণে মাঝে মধ্যেই স্কুলে অনুপস্থিত থাকেন। আজ পাবনায় দলের একটি মিটিং থাকায় স্কুলে যাননি প্রধান শিক্ষক। 

অভিযোগের বিষয়ে জানতে আজ বেলা সাড়ে ৩টার দিকে প্রধান শিক্ষক নাসির উদ্দিনের মোবাইল নম্বরে কলা করা হয়। এ সময় তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে থাকার কথা স্বীকার করেন। সরকারি চাকরির পাশাপাশি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে পারেন কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি একটু ব্যস্ত আছি, আপনার সঙ্গে পরে কথা বলছি। 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সরকারি চাকরি বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে-সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবেন না। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আর নাসির উদ্দিনের বিষয়টি জানা নেই, কেউ অভিযোগও দেয়নি। আপনি যেহেতু বললেন আমরা খতিয়ে দেখবো। 

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান বলেন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ বিধি ২৫ এ উল্লেখ রয়েছে, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে বা কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না। বাংলাদেশে অথবা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনো প্রকার সহযোগিতা করতে পারবেন না।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার