চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টুটুল ইসলাম (৩২) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের হামলায় তাঁর শাশুড়ি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মানসিক রোগী জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে শাবলের আঘাতে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে টুটুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা শওকত আলী বলেন, টুটুল দীর্ঘদিন ধরে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়ি আসে। এখনো নিয়মিত মানসিক রোগের ওষুধ খায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, মিরাটুলি বাবুপুর গ্রামের মৃত শফিকুল আলমের স্ত্রী সাকিনা বুধবার রাতে মেয়ের জামাই টুটুলের বাড়ি বেড়াতে যান। রাতের খাবার খাওয়া শেষে সাকিনা ঘরে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে টুটুল তাঁর শাশুড়ির ঘরে ঢুকে শাবল দিয়ে আঘাত করে পালিয়ে যান। স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই সাকিনার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।