হোম > সারা দেশ > রাজশাহী

মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে মারামারির অভিযোগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুরায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন অভিযুক্ত শিক্ষকেরা। আজ রোববার সকালে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দহপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

প্রধান শিক্ষক তাঁর বিদ্যালয়ের সহকারী শিক্ষককে চেয়ার ছুড়ে মেরেছেন বলে অভিযোগ উঠেছে। আবার অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি, তাঁকে গালিগালাজসহ মারধর করেছেন ওই সহকারী শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত ও ভুক্তভোগী শিক্ষকেরা হলেন—সহকারী শিক্ষক রফিকুল ইসলাম এবং অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান।

 
বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দু-মাস আগে টাইমস্কেলের জন্য ওই বিদ্যালয়ের ১১ জন শিক্ষক-কর্মচারী আবেদন করেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান রেজুলেশন কপিতে স্বাক্ষর দিতে টালবাহানা শুরু করেন। রেজুলেশন কপিতে স্বাক্ষর করতে তিনি শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে দুই হাজার টাকা করে ঘুষ দাবি করেন। ঘটনার দিন আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের বিএসসি শিক্ষক রফিকুল ইসলামসহ ওই ১১ জন শিক্ষক-কর্মচারী প্রধান শিক্ষকের কাছে রেজুলেশন স্বাক্ষর না করার বিষয়ে জানতে চান। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। একপর্যায়ে প্রধান শিক্ষক ফজলুর রহমান ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারলে তিনি আহত হন। 

এ বিষয়ে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘দুই মাস আগে টাইমস্কেলের জন্য আমরা ১১ জন শিক্ষক-কর্মচারী আবেদন করেছি। কিন্তু প্রধান শিক্ষক রেজুলেশন কপিতে স্বাক্ষর করতে প্রথমে ২ হাজার ও পরে ১৫০০ টাকা ঘুষ দাবি করেন। স্বাক্ষর করতে টালবাহানা করায় আজ আমরা প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে চেয়ার ছুড়ে মারেন।’ 

এ অভিযোগের অস্বীকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, ‘রেজুলেশন স্বাক্ষর করার জন্য আমি কোনো ঘুষ দাবি করিনি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ 

তিনি আরও বলেন, ‘সহকারী শিক্ষক রফিকুল ইসলাম আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন এবং আমাকে মারধর করেছেন। আমার কানে আঘাত পাওয়ায় আমি হাসপাতালে ভর্তি হয়েছি।’ 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসের কাজে রাজশাহী আসছি। তবে, আমি শুনেছি দহপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে