নাটোরের লালপুরে পেটের ব্যথায় গ্যাসের ট্যাবলেট খেয়ে মোছা. সুকতারা (২০) নামের এক গৃহবধূর মৃত্যু খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. সাকিবের স্ত্রী ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
তার স্বামী মো. সাকিব বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমার স্ত্রীর খাবার খাওয়ার পর পেটের ব্যথার কারণে গ্যাসের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে দেখি মৃত অবস্থায় বিছানার ওপরে পড়ে আছে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁরা পুলিশকে খবর দেয়।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।