Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে নারী শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

শেরপুরে নারী শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে মাহমুদা বেগম (৪০) নামের এক নারী শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাহমুদা বেগম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রোকনপুর আলিম মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক। তাঁর স্বামী সোহেল রানা (৪৩) শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক (লাইব্রেরিয়ান)। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁরা শেরপুর শহরের রামচন্দ্রপুরপাড়া মহল্লায় আব্দুস সালামের বাড়িতে ভাড়া থাকতেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২টার পর থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে মাহমুদা বেগম ডাইনিং রুমের জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর ভাই মাহবুবর রহমান থানায় লিখিত আবেদন দিলে পুলিশ লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এসআই আমিরুল জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মাহমুদা বেগমের বাবার বাড়ি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামে এবং তাঁর স্বামী সোহেল রানার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। তবে দুপক্ষের কেউ মৃত্যুর পেছনে কোনো সুস্পষ্ট কারণ জানাতে পারেননি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো রহস্য আছে—তা খতিয়ে দেখতে পুলিশি অনুসন্ধান শুরু হয়েছে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ