Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মাটির ২ ফুট গভীরে বেগুন ও মরিচগাছের নিচে লুকানো ছিল হেরোইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাটির ২ ফুট গভীরে বেগুন ও মরিচগাছের নিচে লুকানো ছিল হেরোইন

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় বেগুন ও মরিচগাছের নিচে দুই ফুট মাটির গভীরে লুকিয়ে রাখা ছিল প্রায় দুই কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৬০ গ্রাম হেরোইন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনগুলো উদ্ধার করে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল। 

এ সময় হেরোইন লুকিয়ে রাখার অভিযোগে মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আজ বুধবার সকালে র‍্যাবের পক্ষে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

মো. আলমগীর চরবাগডাঙ্গা এলাকার মনজুর আলীর ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর উপজেলার চাঁদপুর (চরবাগডাঙ্গা) গ্রামের সীমান্তবর্তী দুর্গম পদ্মার চরে একজন মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুত রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পরে র‌্যাবের গোয়েন্দা দল অভিযান চালিয়ে তাঁর বেগুন ও মরিচগাছের নিচে প্লাস্টিকের কৌটায় লুকানো অবস্থায় মাটির দুই ফুট গভীর থেকে ১ কেজি ৭৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক আলমগীর পেশায় কৃষক। কৃষিকাজের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বসতবাড়ি দুর্গম এলাকায় হওয়ায় সহজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছেই, দাবি আদায়ে বিক্ষোভ-মানববন্ধন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

জ্বালানি খাত জিম্মি করছেন আওয়ামী লীগের নেতারা