Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারায় ১৫৩ ভোটকেন্দ্রের ৭২টি ঝুঁকিপূর্ণ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় ১৫৩ ভোটকেন্দ্রের ৭২টি ঝুঁকিপূর্ণ

আগামী ৫ জানুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ১৫৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচনী মাঠে ব্যাপক পর্যবেক্ষণ শুরু করেছে। 

সব ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনের জন্য সজাগ দৃষ্টি রাখছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৬৪ হাজার ১৩৭ জন। উপজেলার মোট ১৫৩টি কেন্দ্রে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৫৪ জন চেয়ারম্যান, ৫২৮ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন। তবে এরই মধ্যে প্রার্থীরা একে অপরের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পোস্টার ছিঁড়ে ফেলা, হামলা ও ভোটারদের ভয়ভীতি দেখানোসহ নানা অভিযোগ করেছেন নির্বাচন অফিসে। কয়েকটি ইউনিয়নে প্রার্থীদের নির্বাচনী অফিস পুড়িয়ে ফেলাসহ প্রার্থীরা সংঘর্ষে লিপ্ত হয়েছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই সহিংসতার অভিযোগ আসছে। এ নিয়ে দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ করছেন। ভোটাররা সহিংসতার আশঙ্কা করছেন। ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে রয়েছে তাঁদের শঙ্কা। 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৫৩টি কেন্দ্রের ৭২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভোটের আগে ও পরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটাতে না পারে এবং ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের পক্ষ থেকে ৭২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রতিটি নির্বাচনী এলাকা পর্যবেক্ষণে র‍্যাব ও পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। 

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের